লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরবাদাম গ্রামে মাহমুদা বেগম (১৩) নামে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শফি কামাল বিয়ের আয়োজন বন্ধ করেন।
বাল্যবিয়ে থেকে মুক্তি পাওয়া মাহমুদা বেগম চরসীতা তোরাব আলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ও চর বাদাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাহফুজ মেম্বার বাড়ির মো. আবুল কালামের মেয়ে।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শফি কামাল জানান, কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের বাসিন্দা প্রবাসী মো. সুমনের (২১) সঙ্গে স্কুলছাত্রী মাহমুদার বাল্যবিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিয়ের সব আয়োজন বন্ধ করে দেওয়া হয়।
এসময় মেয়ের বাবা মো. আবুল কালাম ও বাল্যবিয়ের সঙ্গে জড়িত থাকায় স্থানীয় ইউপি সদস্যসহ তিন জনের প্রত্যেককে ১ হাজার করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
পিসি