বরিশাল: বরিশাল সদর উপজেলার তালতলী এলাকায় কীর্তনখোলা নদী থেকে ১৫ মণ ঝাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ কোস্টগার্ড বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার এম মঞ্জুরুল করিম।
কোস্টগার্ডের গোয়েন্দা স্টাফ মো. নাজির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬টার দিকে তালতলী এলাকায় কীর্তনখোলা নদীতে অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন নৌ-যানে তল্লাশি চালিয়ে ১৫ মণ জাটকা জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জাটকাগুলো সকাল ১০টার দিকে বরিশাল নগরের রসুলপুরে কোস্টগার্ড কার্যালয়ে এনে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। এসময় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এসআই