সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক থেকে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে মহাসড়কের মান্নাননগর এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, সকালে মহাসড়কে অজ্ঞাতপরিচয় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ভোর রাতে গাড়ির ছাদ থেকে পড়ে বা রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা যানবাহনের চাপায় ওই যুবকের মৃত্যু হয়েছে।
তার পরনে জাতীয় যুব উন্নয়ন ফেডারেশন লেখা গেঞ্জি, ২টি শাট, সুইটার ও লুঙ্গি রয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এসএইচ