ঢাকা: ৩৪তম বিসিএস উত্তীর্ণ ক্যাডার বঞ্চিতদের ৬৭২ শূন্য পদে নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে ৩৪তম বিসিএস পাস ক্যাডার বঞ্চিত ফোরাম।
সব অসঙ্গতি দূর করে ৩৪তম বিসিএসের ফল পুনর্মূল্যায়ন, ৩৪তম বিসিএসের ৬৭২টি শূন্যপদ ৩৫তম বিসিএস থেকে পূরণ না করে ৩৪তম থেকে পূরণ ও নন-ক্যাডারে উত্তীর্ণ সব প্রার্থীর চাকরির নিশ্চয়তার দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করে বিসিএস পাস ক্যাডার বঞ্চিত ফোরাম।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি একই দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করলে সেখান থেকে তিন চাকরি প্রত্যাশীকে আটক করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এইচআর/জেডএস