ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলায় বাড়ির পাশের পুকুর থেকে তৌহিদুল ইসলাম সায়মন নামে দুই মাস বয়সী এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ ফেব্রুয়ারি) এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করেছে শিশুটির পরিবার।
এরআগে শুক্রবার রাতে উপজেলার বগাদানা ইনিয়নের গুণক গ্রামে ফরায়েজী বাড়ির পুকুর থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে ফরায়েজী বাড়ির মৎস্য খামারি শাহাব উদ্দিন রিপনের স্ত্রী শাহিনা আক্তার তার শিশুপুত্র সায়মন একটি কক্ষে রেখে অপর কক্ষে যান। কিছুক্ষণ পর এসে ছেলেকে না পেয়ে খুঁজতে শুরু করেন। কিছুক্ষণ পর ঘরের পাশের পুকুরে সায়মনের মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
শিশুটির বাবা রিপন বাংলানিউজকে জানান, কারো সঙ্গে তার শত্রুতা নেই। ঘটনার জন্য তিনি কাউকে দায়ী করছেন না।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত রহস্য জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এসআর