ঢাকা: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ভাষা আন্দোলনের পরও পাকিস্তান আমলে ধর্মের নামে একুশকে ধ্বংস করতে ষড়যন্ত্র করা হয়েছে। এখনও ধর্মের নামে মুক্তবুদ্ধির চর্চা ও মুক্তচিন্তার মাধ্যমকে ধ্বংস করা হচ্ছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পুরানা পল্টন গার্লস কলেজে ৫২’র ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারের ফলক উন্মোচন ও ভাষা শহীদসহ সকল ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, অতীতের মতো এখনও আমাদের অস্থিত্বের লড়াই চলছে। পরাজিত শক্তিরা বসে নাই, তারা চেষ্টা করে যাচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
তিনি বলেন, আমাদের জাতির অস্তিত্বের প্রতীক শহীদ মিনার। মুসলিম লীগ সরকার বহুবার শহীদ মিনার গুঁড়িয়ে দিয়েছে। ৭১ এ স্বাধীনতা সংগ্রামের সময়ও শহীদ মিনারের উপর আঘাত আনা হয়েছে। বাংলা ভাষার অস্থিত্ব বিলীন করতে বহুবার চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা পারেনি।
পুরানা পল্টন গার্লস কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইস্রাফিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সমাজসেবক একেএম বরকত উল্লাহ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তবা জামান পপি, আওয়ামী লীগের নেতা দীলিপ কুমার রায় প্রমুখ।
অালোচনা সভায় কলেজের অধ্যক্ষ মুর্তজা আলী মন্ডল স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে নবনির্মিত শহীদ মিনারের ফলক উন্মোচন করেন মন্ত্রী রাশেদ খান মেনন। এরপর নতুন শহীদ মিনারে ফুলের তোড়া দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
টিএইচ/আরআই