ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ভূমিহীন, তাই পুলিশের চাকরি নাই!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
ভূমিহীন, তাই পুলিশের চাকরি নাই! ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রাথমিক বাছাইয়ে পুলিশের কনস্টেবল পদে নির্বাচিত হলেও ভূ-সম্পত্তি না থাকার কারণে চূড়ান্ত তালিকায় নাম বাদ পড়েছে দুই আদিবাসী প্রার্থীর।
 
ভূমিহীন চা-শ্রমিকদের এই দুই প্রার্থীকে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয় থেকে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত না করার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন আদিবাসী ছাত্র সংগঠন।


 
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে তারা বলছেন, এটি সাংবিধানিক অধিকার ক্ষুন্নের শামিল।
 
শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে জানানো হয়, গত বছরের ৬ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল (পুরুষ) পদে প্রাথমিক বাছাই সম্পন্ন হয়।
 
জেলার কুলাউড়া উপজেলার গাজীপুর চা বাগান এলাকার খোকন রেজারিওর ছেলে কলিন্স রোজারিও এবং কমলগঞ্জ উপজেলার বাঘাছড়া গ্রামের এলাকার সিতারাম করির ছেলে রাজু প্রসাদ করি প্রাথমিক বাছায়ে উত্তীর্ণ হন।
 
মৌলভীবাজার পুলিশ সুপারের স্বাক্ষর করা চিঠিতে বলা হয়, প্রার্থী বা তার পিতা-মাতার নামে কোনো ভূ-সম্পত্তি না থাকায় ভিআর তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে তাদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।
 
মানববন্ধনে অতি দরিদ্র জনগোষ্ঠীর দুই সন্তানকে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করে চাকরি প্রদান, নিয়োগ বাতিলকারীর কারণ দর্শানো, দরিদ্র ও ভূমিহীনদের শিক্ষা ও চাকরির নিশ্চয়তার দাবি জানানো হয়।
 
জনউদ্যোগ, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, বাংলাদেশ চা-জনগোষ্ঠী ছাত্র-যুব পরিষদ, আদিবাসী ছাত্র পরিষদ, বাংলাদেশ রবিদাস ছাত্র পরিষদ, সান্তাল স্টুডেন্টস ইউনিয়ন ও আদিবাসী যুব সমাজ এ মানববন্ধনের আয়োজন করে।
 
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এমআইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।