ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

অমর একুশ পালনে জাবিতে নানা প্রস্তুতি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
অমর একুশ পালনে জাবিতে নানা প্রস্তুতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে (২১ শে ফেব্রুয়ারি) কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে নানা প্রস্তুতি। দিনটি পালনে বিশ্ববিদ্যালয় প্রশাসন হাতে নিয়ে নানা কর্মসূচি।



শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ধোঁয়া মোছা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। শোভা বর্ধনের জন্য আলোকসজ্জার ব্যবস্থা করা হচ্ছে। শহীদ মিনারের চারপাশে কালো কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। প্রতিটি হল থেকে শহীদ মিনার পর্যন্ত আলোর ব্যবস্থা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন দিনটিকে উদযাপনের জন্য যেসব কর্মসূচি গ্রহণ করেছে তার মধ্যে রয়েছে, শনিবার সন্ধ্যায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান, একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শহীদ মিনার, প্রশাসন ভবন ও হলগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত করার ঘোষণা, রোববার (২১ ফেব্রুয়ারি) ভোর ৬টায় জাবি শিক্ষক-অফিসার ক্লাবের সামনে থেকে শহীদ মিনার অভিমুখে প্রভাত ফেরি এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

শহীদ মিনারে নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শৃঙ্খলা ও নিরাপত্তা কমিটির হাতে অর্পণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০,২০১৬
এনএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।