বাগেরহাট: বাগেরহাটে এক পরিবারের পাঁচ জনকে অচেতন করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করার ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মোরেলগঞ্জ উপজেলার বৌলপুর গ্রামের গনি হাওলাদারের ছেলে দুলাল হাওলাদার (৪৫), একই উপজেলার কচুবুনিয়া গ্রামের মোজাম সরদারের ছেলে রিপন সরদার (৪০) ও বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের অসেল খার ছেলে রজ্জব আলী খাঁ (৪০)।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা সবাই সংঘবদ্ধ অজ্ঞানপার্টির সদস্য। তাদের কাছ থেকে একটি সোনার চেইন, নুপুর, একটি মোবাইল ফোন, নগদ তিন হাজার টাকা ছাড়াও বিভিন্ন মালামাল পাওয়া গেছে।
অন্যদিকে ভুক্তভোগী পাঁচ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলেন বাড়ির মালিক এশারত শেখ (৫৫), তার স্ত্রী আকলিমা বেগম (৪৫), মেয়ে ইয়াছমিন (২৫), লীলা (১৩) ও শীলা (৩)।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট মডেল থানা পুলিশের একটি দল বিষ্ণুপুর এলাকায় তিনজনকে আটক করে। তাদের কাছে থেকে স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এর আগেও তাদের নামে বাগেরহাটের বিভিন্ন থানায় সাত-আটটি করে মামলা রয়েছে, যোগ করেন মিজানুর রহমান।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এটি