লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে অজ্ঞাতপরিচয় এক যুবকের মাথা বিহীন মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার হায়দরগঞ্জ রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পেছনের একটি সুপারির বাগান থেকে মাথা বিহীন মৃতদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় যুবকের শরীরে গেঞ্জি থাকলে পরনে কিছু ছিল না।
স্থানীয়দের ধারণা, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা সুপারি বাগানে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। পরে বিচ্ছিন্ন মাথা অন্যত্র লুকিয়ে রেখেছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে মাথা নিয়ে যাওয়ায় তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আঙ্গুলের চাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলিয়ে নিহতের নাম-পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। হত্যার ঘটনায় তদন্ত চলছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
পিসি