ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে জঙ্গিদের কারখানার বোমা নিষ্ক্রিয়করণ চলছে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
মোহাম্মদপুরে জঙ্গিদের কারখানার বোমা নিষ্ক্রিয়করণ চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে সন্ধান পাওয়া জঙ্গিদের বোমা তৈরির কারখানা থেকে জব্দ করা বোমা নিষ্ক্রিয় করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট।  
 
মোহাম্মদপুরে নবোদয় হাউজিংয়ের বি ব্লকের ২৮  নম্বরে আলহাজ মওলানা আব্দুল মালেকের বাড়িতে ভাড়া থেকে জঙ্গিরা সেখানে তাদের বোমা তৈরির কারখানা গড়ে তুলেছিল।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে বোমা তৈরির কারখানাটির সন্ধান পায় গোয়েন্দা (ডিবি) পুলিশ। সেখান থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে সেখান থেকে উদ্ধার করা হয় আরও বিপুল সংখ্যক বোমা ও বিস্ফোরক। এখনও অভিযানের পাশাপাশি চলছে বোমা নিষ্ক্রিয়করণ।

ডিএমপি’র বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান সানোয়ার হোসেন জানান, দুপুর দুইটার পর থেকে বোমা নিষ্ক্রিয়করণের কাজ চলছে। ওই বাড়ির পাশের দু’টি গলির একটিতে বোমা নিষ্ক্রিয় করা হচ্ছে এবং অপর গলিতে সেগুলো রাখা হয়েছে।

গলিগুলোর মধ্যে জাকির ভিট সেন্টার গলিতে এ বোমাগুলো নিষ্ক্রিয় করা হচ্ছে বলেও জানান তিনি।

সানোয়ার হোসেন জানান, বিকেল চারটা পর্যন্ত আড়াই থেকে তিন কেজি ওজনের মাঝারি মাপের একটি বোমা ও ছোট একটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। উদ্ধারকৃত বোমাগুলোর মধ্যে ৫ থেকে ৭ কেজির ওপরে ওজনের বড় ৪/৫টি বোমা রয়েছে, যেগুলো এখানে নিষ্ক্রিয় করা হলে আশে-পাশের দালানগুলো ভেঙে পড়তে পারে। তাই সেগুলো খালি জায়গায় নিষ্ক্রিয় করা হবে।   
 
ডিএমপি'র অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, ডিবি'র দক্ষিণ বিভাগের ডিসি মাশরুকুর রহমান খালিদ এবং তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

ডিএমপি'র অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় বাড্ডা থেকে দুই জঙ্গিকে আটক করা হয়। তারা হলেন, কামাল ওরফে শাহীন (২৬) এবং শাহ আলম ওরফে সালাউদ্দিন (৩০)। মোহাম্মদপুরের এই বাড়িতে শাহ আলম ওরফে সালাউদ্দিন ভাড়া থাকেন। তাকে জিজ্ঞাসাবাদ করেই এ বাসায় বোমা তৈরির কারখানার তথ্য পাওয়া যায়।

অন্যজনকে (কামাল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আটক করা হয়। কামালও জানান, বাড্ডা তাদের হেড অফিস এবং অপর জঙ্গি শাহ আলম ওরফে সালাউদ্দিন মোহাম্মদপুরের বাড়িটিতে থাকেন, যেখানে তাদের বোমা তৈরির কারখানা।

এরপর রাত সাড়ে ১০টা থেকে রাত আড়াইটা পর্যন্ত টানা অভিযান চলে মোহাম্মদপুরের বাড়িটিতে। আলো স্বল্পতার কারণে ফের অভিযান শুরু করা হয় শনিবার সকালে, অভিযান এখনো চলছে।

গ্রেফতার হওয়া দুই জঙ্গির বাসার আলামত দেখে তারা আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য বলেও ধারণা করছেন মনিরুল ইসলাম।

তিনি বলেন, বিগত সময়ের অভিযানগুলোতে যে ধরনের বোমা পাওয়া গিয়েছিলো, সেগুলোর চেয়ে এবারের অভিযানে উদ্ধার হওয়া বোমাগুলো অনেক শক্তিশালী। এখানে আমরা পাঁচ ধরনের বোমা পেয়েছি। আর এগুলো আনসারুল্লাহ বাংলা টিমের ফর্মুলায় তৈরি।

তিনি আরও বলেন, অভিযানের কারণে নবোদয় হাউজিং এলাকায় সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযান শেষ হলে বিদ্যুৎ সংযোগ ফের চালু করা হবে।

মোহাম্মদপুর এলাকা থেকে নতুন কোনো জঙ্গিকে গ্রেফতার করা না গেলেও ওই বাসার মালিক মওলানা আব্দুল মালেককে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। সন্দেহভাজন আরও কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান মনিরুল ইসলাম।

তিনি জানান,আটককৃত দুই জঙ্গি শাহীন (২৬) ও সালাউদ্দিনকে নিয়ে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।

মনিরুল ইসলাম জানান, ছয়তলা ভবনটির পাঁচতলায় একটি ফ্ল্যাটে বোমা তৈরি করা হতো। পুলিশ অভিযানে গিয়ে দেখতে পায়, দেয়ালের বিভিন্ন স্থানে ‘বিপদজনক’ লেখা কাগজের একাধিক টুকরা ঝুলিয়ে রাখা হয়েছে। এবং বিছানাসহ ফ্ল্যাটের বিভিন্ন স্থানে ছড়ানো-ছিটানো অবস্থায় বোমার নানা সরঞ্জাম ছিল। পাঁচতলার দুই ইউনিটের অপরদিকের ফ্ল্যাট থেকে অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত ১২ জনকে আটক করা হয়েছে। তবে আটককৃতরা সবাই কর্মচারী।  
 
এদিকে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত থেকে উত্তরার আশকোনা এলাকায় অভিযান চালিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সেখানেও বিষ্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে ডিবি’র একটি সূত্র।
   
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এনএ/এসজেএ/এনএইচএফ/আরএইচএস/এএসআর

** বোমা নিষ্ক্রিয়করণের প্রস্তুতি চলছে
** মোহাম্মদপুরে বোমা তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম জব্দ
** বাড্ডায় অভিযানে ২ জঙ্গি গ্রেফতার
**  বাড্ডায় জঙ্গি আস্তানায় অভিযানে ডিবি সদস্য আহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।