সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের পূর্বপাশের পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩২) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল সর্দার বাংলানিউজকে জানান, বিকেলে পুকুরে মৃতদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। উদ্ধার করা মৃতদেহ রোববার ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ওসি আরো জানান, মৃতদেহে পুরনো ক্ষতচিহ্ন রয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এসআই