ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়ি আ.লীগ কার্যালয় এলাকায় ১৪৪ ধারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
খাগড়াছড়ি আ.লীগ কার্যালয় এলাকায় ১৪৪ ধারা

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা আ.লীগের কার্যালয় এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মুখোমুখী অবস্থানের কারণে ১৪৪ ধারা জারি করা হয়েছে।



শনিবার ( ২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ১৪৪ ধারা জারি করেন অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাওছার হোসেন।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, খাগড়াছড়ি জেলা আ.লীগের কার্যালয় দখলে নিতে সকাল থেকে কার্যালয়ের সামনে অবস্থান নেয় দল থেকে সাময়িক বহিষ্কৃত জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম ও তার লোকজন।

এ খবর পেয়ে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরার সমর্থকরাও কার্যালয়ে আসার চেষ্টা করে। এ সময় উত্তেজনা দেখা দেওয়ায় পুলিশ দুই গ্রুপের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এ প্রতিবেদন লেখা ( বিকেল সাড়ে ৪টা) জাহিদ আলম গ্রুপ কার্যালয় প্রাঙ্গণে ও অন্যপক্ষ শহরের শাপলা চত্বরে অবস্থান করছিল।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি  ২০, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।