ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ের আয়োজন করায় ৫ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
বাল্যবিয়ের আয়োজন করায় ৫ জনের কারাদণ্ড

পাবনা: পাবনার চাটমোহরে বাল্যবিয়ের আয়োজন ও সহযোগিতার দায়ে ইউপি সদস্য ও গ্রাম পুলিশসহ পাঁচজনকে এক বছর করে কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  
 
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ আদেশ দেন।


 
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন উপজেলার বিলচলন ইউনিয়নের আক্কাস আলীর ছেলে বর কাউসার আলী (২২), বরের বাবা গ্রাম পুলিশ (চৌকিদার) আক্কাস আলী (৪৯), কুমারগাড়া গ্রামের রোস্তম মণ্ডলের ছেলে উজ্জল হোসেন (৪৫), মথুরাপুর ইউনিয়নের ভাদড়া গ্রামের আজগর আলীর ছেলে ইউপি সদস্য সাইদুল ইসলাম (৪৬) ও নিজাম উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৫০)।
 
চাটমোহর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিদ্যুৎ কুমার বাংলানিউজকে বলেন, সেনগ্রামের চৌকিদার আক্কাস আলীর ছেলে কাউসারের সঙ্গে ৭ম শ্রেণির এক ছাত্রীর বিয়ে ঠিক হয়। শনিবার দুপুর ২টার দিকে বর কাউসার ও তার আত্মীয়-স্বজন বিয়ে করতে কনের বাড়িতে উপস্থিত হন।  
 
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান মেয়ের বাড়িতে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করেন। একই সঙ্গে বাল্যবিয়ে আয়োজনের দায়ে পাঁচ জনকে জেল-জরিমানার দণ্ড দেন। এ সময় মেয়ের বাবা ফুরকান আলীসহ তার স্বজনরা বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান এসআই।
 
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।