বগুড়া: বগুড়ায় মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশাসহ তিন চাকাবিশিষ্ট যানবাহন চলাচল বন্ধে অভিযান শুরু করেছে হাইওয়ে পুলিশ।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে বগুড়া-রংপুর মহাসড়কের বিমান মোড় মাটিডালী এলাকায় হাইওয়ে পুলিশ এ অভিযান শুরু করে।
সংশ্লিষ্টরা জানান, সরকার মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করার পর কিছুদিন সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটি চলাচল বন্ধ থাকে। কিন্তু সময়ের ব্যবধানে এসব যানবাহন আবারো মহাসড়কে চলে আসে। আগের মতো বর্তমানে মহাসড়কে এসব তিন চাকার যানগুলোর চলাচল স্বাভাবিক হয়ে পড়েছে।
তবে হাইওয়ে পুলিশ মহাসড়কে এসব যান চলাচল বন্ধের চেষ্টা করেও ব্যর্থ হয়। এক্ষেত্রে তারা জেলা পুলিশের সহায়তা নিয়েও সফল হতে পারেনি।
হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, প্রয়োজনের তুলনায় হাইওয়ে পুলিশের জনবল অত্যন্ত কম। এ কারণে ইচ্ছে থাকলেও মহাসড়কে তিন চাকার যান চলাচল পুরোপুরি রোধ করা যায় না।
তাই জেলা পুলিশের সহায়তা নিয়ে মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধে হাইওয়ে পুলিশ অভিযান অব্যাহত রাখবে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এমবিএইচ/জেডএস