টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার নতুন মেয়র ও কাউন্সিলররা তাদের দায়িত্ব গ্রহণ করেছেন।
শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মির্জাপুর পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বিদায়ী মেয়র শহীদুর রহমানের কাছ থেকে দায়িত্ব নেন নতুন মেয়র সাহাদৎ হোসেন সুমন।
পরে পৌরসভার সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরা দায়িত্ব গ্রহণ করেন।
এ উপলক্ষে পৌর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নতুন মেয়র উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাহাদৎ হোসেন সুমন।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান ফারুক। সভায় বক্তব্য রাখেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম মনির, মির্জা শামীমা আক্তা শিফা, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসাম্মদ নাদিরা আখতার, কাউন্সিলর শহীদুল ইসলাম মাসুম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এসআর