রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলার পূর্ব ইজলামারী গ্রামে ঘরে আগুন লেগে দগ্ধ দম্পতি চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
গত ১০ দিন ধরে কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন আবদুল মজিদ (৪০) ও তার স্ত্রী জহুরা খাতুন (৩৫)।
রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহফুজুর রহমান মুকুল বাংলানিউজকে বলেন, আমরা সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমানে এ দম্পতি শঙ্কামুক্ত। তবে পুরোপুরি সুস্থতার লক্ষে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া প্রয়োজন।
আবদুল মজিদের পারিবারিক সূত্র জানায়, তাদের কোনমতে দেখভাল করছেন উপজেলা সমাজসেবা দপ্তর ও রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। বর্তমানে বেশিরভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে তাদের। হতদরিদ্র হওয়ায় তারা ঢাকায় যেতে পারছেন না।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, তাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করা হচ্ছে।
এদিকে, ওই দম্পতির হজরত আলী নামে প্রতিবন্ধী এক শিশুসন্তান এবং হাসিনা খাতুন ও লাকি নামে দুই মেয়ে রয়েছে। বাবা-মায়ের এ অবস্থায় তারা চরম বিপর্যস্ত হয়ে পড়েছে।
গত ১১ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে নিজ ঘরে আগুন লেগে দগ্ধ হন আবদুল মজিদ, তার স্ত্রী জহুরা খাতুন ও প্রতিবন্ধী শিশুসন্তান হজরত আলী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ দম্পতিতে সহায়তা করতে চাইলে ০১৯৮৭৪১২৯৭৪ (বিকাশ) নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এএটি/এসআর