বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় জেমী বেগম (২৫) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গোহাইল ইউনিয়নের পোয়ালগাছা ছোটপাড়ার ফেরদৌসের স্ত্রী।
এদিকে ঘটনার পর থেকেই নিহতের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, প্রায় ৩ বছর আগে ফেরদৌসের সঙ্গে বগুড়ার কাহালু উপজেলার বাসিন্দা রায়হানের মেয়ে জেমীর বিয়ে হয়। তাদের এক বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রতিবেশীরা নিজ ঘরের শোয়ার কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচানো জেমীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ থানায় নিয়ে যায়।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এমবিএইচ/জেডএস