গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে অপহৃত মেডিকেল অফিসার রিফাত জাহান বাপ্পিকে (৩৮) জয়পুরহাটের কালাই থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৬ জনকে আটক করা হয়।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কালাই উপজেলার গারোইল গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।
এরআগে শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে গোবিন্দগঞ্জের ববনপুর এলাকা থেকে অপহৃত হন তিনি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন খবর পেয়ে কালাই উপজেলার গারোইল গ্রামের একটি বাড়ি থেকে বাপ্পিকে উদ্ধার করা হয়।
এ সময় গোবিন্দগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক ও বাড়িওয়ালাসহ ৬ জনকে আটক করা হয়। এছাড়া ওই বাড়ি থেকে ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।
ডা. রিফাত জাহান বাপ্পি গোবিন্দগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের বাসিন্দা ও গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ একেএম কামরুল ইসলামের ছেলে। তিনি ঢাকার উত্তরা মুনছুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।
মায়ের মৃত্যুবার্ষিকীতে অংশ নিতে বৃহস্পতিবার রাতে বাড়ি আসেন তিনি। শুক্রবার বিকেলে বোন ও ভাগ্নিকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে অনন্তপুর গ্রাম থেকে গোবিন্দগঞ্জ শহরের বাসায় ফিরছিলেন। পথে ববনপুর এলাকায় দুর্বৃত্তরা অস্ত্রের মুখে বাপ্পিকে অপহরণ করেন।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এসআর