শেরপুর: শেরপুরে দুই ভটভটির মুখোমুখি সংঘর্ষে আব্দুল লতিফ (২৮) নামে ভটভটির এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অপর চালক।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার শেরপুর-ঝিনাইগাতি সড়কের মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল লতিফ সদর উপজেলার উত্তর গৌরীপুর এলাকার আব্দুল হামিদের ছেলে।
আহত চালক মনির হোসেনকে (২৭) উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল আলম ভূইয়া বাংলানিউজকে জানান, মির্জাপুর এলাকায় দুইটি ভটভটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভটভটি চালক আব্দুল লতিফের মৃত্যু হয়।
নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এমজেড