ফেনী: ফেনী শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় নির্মিত জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমদ চৌধুরী নাছিম ভবনটির উদ্বোধন করেন।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক আমিন উল আহসান, পুলিশ সুপার রেজাউল হক, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব এমদাদ হোসেন মতিন, উপসচিব মজিবুল হক, ফেনী জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এমজেড।