ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

তাড়াশে একুশে বই মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
তাড়াশে একুশে বই মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে তিন দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তাড়াশ ডিগ্রি কলেজ মাঠে চলনবিল সাহিত্য ও সাংস্কৃতিক সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত এ বইমেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম.ম আমজাদ হোসেন মিলন।

 

চলনবিল সাহিত্য ও সাংস্কৃতিক সম্মনয় পরিষদের সভানেত্রী হোসনেয়ারা পারভীন লাভলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তাড়াশ মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আরশেদুল ইসলাম, তাড়াশ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার, সাংগঠনিক সম্পাদক শাহিনুর খান লাবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক হোসনেয়ারা নাসরীন দোলন, চলনবিল সাহিত্য ও সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সদস্য আব্দুল হান্নান নিপু, তপন কুমার গোস্বামী ও রজত ঘোষ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।