ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

‘সিসিকের প্রকল্প কাজের অগ্রগতি সন্তোষজনক’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
‘সিসিকের প্রকল্প কাজের অগ্রগতি সন্তোষজনক’

সিলেট: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্মাণাধীন ট্রাক টার্মিনাল ও নগর ভবনের কাজ পরিদর্শনের পর সন্তোষ প্রকাশ করেছেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) এসএম গোলাম ফারুক।

শনিবার (২০ ফেব্রুয়ারি) প্রকল্প দু’টি পরিদর্শন করেন তিনি।

সে সময় প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।

সিসিকের উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান জানান, দক্ষিণ সুরমায় ৮ দশমিক ৪৪ একর জায়গায় ট্রাক টার্মিনাল নির্মাণ কাজ চলছে। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২৩ কোটি ৯৫ লাখ টাকা। ইতোমধ্যে জমি অধিগ্রহণে ৩ কোটি ৪২ লাখ টাকা ব্যয় করেছে সিসিক।
 
এছাড়াও প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে মাটি ভরাটের কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে অ্যাপ্রোচ রোড, কালভার্টেরও নির্মাণকাজ শেষ হয়েছে। মাটি ভরাটের পাশাপাশি সীমানা প্রাচীর নির্মাণ কাজ চলছে। ২০১৮ সাল পর্যন্ত প্রকল্পের মেয়াদ থাকলেও ২০১৭ সালেই কাজ সম্পন্নের ব্যাপারে আশাবাদী তিনি।

অপরদিকে, প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে ধাপে ধাপে নির্মাণ কাজ চলছে নগর ভবনের। ১২তলা বিশিষ্ট নগর ভবনের প্রাথমিক পর্যায়ে ৫ তলা পর্যন্ত নির্মাণ কাজ চলছে। ২০১৬ সালের জুন মাসের মধ্যেই এ কাজ সম্পন্নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।