ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ডিউজে নির্বাচন

ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
ভোট গ্রহণ শেষ, চলছে গণনা ছবি: রাজিব- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নির্বাচনের ভোট গণনা চলছে।

ভোট গ্রহণ শেষে শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুহাম্মদ শফিকুর রহমানের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে ভোট গণনা শুরু হয়।



সকাল ৯টায় থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় বিরতিহীন ভোটগ্রহণের কথা থাকলেও, দীর্ঘ লাইনে ভোটাররা দাঁড়িয়ে থাকায় সময় বাড়িয়ে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।

এবারের ডিইউজের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীসহ পাঁচটি প্যানেলে মোট প্রার্থী ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- শাবান মাহমুদ, আবু জাফর সূর্য, আবুল কালাম, কুদ্দুস আফ্রাদ, ড. উৎপল কুমার সরকার ও সালাম মাহমুদ।
 
সহ-সভাপতি পদ প্রার্থীরা হলেন, অহিদুজ্জামান মিঞা, আতিকুর রহমান চৌধুরী, মো. মফিজুল ইসলাম ও মোস্তাক হোসেন।
 
সাধারণ সম্পাদক পদে লড়ছেন আবদুল মজিদ, এম এ কুদ্দুস, খন্দকার মোজাম্মেল হক, মেহেদী হাসান, রহমান মুস্তাফিজ, সাজ্জাদ আলম খান তপু ও সোহেল হায়দার চৌধুরী।

যুগ্ম-সম্পাদক পদে খায়রুল আলম, গাজী জহিরুল ইসলাম, রফিক আহমেদ, রওশন ঝুনু ও শাহানা শিউলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আশারাফুল ইসলাম, পলি খান, ফজলে রেজওয়ান করিম, বরুন ভৌমিক নয়ন ও সেবিকা রাণী।
 
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জোবায়ের আহমেদ নবীন, মামুন আবেদীন, শাহজাহান মিঞা, মুস্তফা মনওয়ার সুজন ও সিদ্ধার্থ শঙ্কর ধর।
 
প্রচার সম্পাদক পদে আকতার হোসেন, আবু সাঈদ, আশীষ কুমার সেন, এম শাহজাহান ও নাজমুল হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অনজন রহমান, খালেদ আহমেদ, মো. মফিজুর রহমান খান বাবু ও হামিদ মোহম্মাদ জসিম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
জনকল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ জিহাদুর রহমান জিহাদ, উম্মুল ওয়ারা সুইটি, শাহ আলম ডাকুয়া ও শেখ নূর ইসলাম।
 
দফতর সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন, জাহাঙ্গীর খান বাবু, জি এম মাসুদ ঢালী, মনিরুজ্জামান উজ্জ্বল ও রহমান মুফিজ (মুফিজুর রহমান মুফিজ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাহী সদস্য পদের প্রার্থীরা হলেন, আলী মনসুর, ইকবাল হাসান কাজল, ইমরান আহমেদ, এ এম শাজাহান মিয়া, এ এস এম সাইফ আলী, এম এ হায়দার খান, এস এম আব্বাস, কায়সার হাসান, খায়রুন্নেসা নিপা, জান্নাতুল ফেরদৌস চৌধুরী, জি এম জোয়ারদার, দেবব্রত দত্ত, দেবাশীষ রায়, দুলাল খান, নাজু মির্জা, নাসির উদ্দিন বুলবুল, প্রণব কুমার মজুমদার, ফিরোজ কবির শাওন, মঞ্জুশ্রী বিশ্বাস, মর্তুজা হায়দার লিটন, মাহাবুব রেজা, জাকিউল ইসলাম বাবু, মো. তাওহীদ, মো. নাসির খান, মোহাম্মাদ মনিরুল আলম, মোস্তফা কামাল (সুমন মোস্তফা), মুঈদ খন্দকার, রারজানা সুলতানা, রেজাউল করিম রেজা, রফিকুল ইসলাম রিপন, শামীমা আক্তার (শামীমা দোলা), শেখ আরিফ বুলবন, সলিম উল্লাহ সেলিম, সাগর বিশ্বাস, সাহিন কাওসার ও সোহেলী চৌধুরী।

** ডি‌ইউজে’র নির্বাচনে ভোটগ্রহণ চলছে
** ডি‌ইউজে’র একাংশের নির্বাচন শনিবার

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এসএমএ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।