ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বিইউজের মহান একুশে পালন কর্মসূচি শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
বগুড়ায় বিইউজের মহান একুশে পালন কর্মসূচি শুরু ছবি: আরিফ জাহান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) উদ্যোগে দু’দিনব্যাপী মহান একুশে পালন কর্মসূচি শুরু হয়েছে।
 
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া প্রেসক্লাব প্রাঙ্গণে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।


 
বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান হয়।
 
যৌথভাবে একুশে উদযাপন কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর ও বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু।
 
বিইউজে’র সাধারণ সম্পাদক জে এম রউফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বিএফইউজে’র নির্বাহী সদস্য ঠান্ডা আজাদ ও আরিফ রেহমান, বিইউজের যুগ্ম সম্পাদক নাজমুল হুদা নাসিম, কোষাধ্যক্ষ সবুর আল মামুন, সদস্য কমলেশ মোহন্ত সানু, শফিউল আযম কমল, বিমু রহমান, সঙ্গীত রায় বাপ্পী, মামুন উর রশিদ প্রমুখ।
 
প্রতিযোগিতায় ৫টি বিভাগে দেড় শতাধিক শিশু-কিশোর শিক্ষার্থী অংশগ্রহণ করে। একুশের প্রথম প্রহরে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শেষ হবে।

রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা চত্বরে মহান একুশের আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া-৫ আসনের এমপি হাবিবর রহমান। আলোচক থাকবেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার এবং উদীচী বগুড়া জেলা সংসদের সভাপতি ফিজু চৌধুরি।
 
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।