বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় সরিষা ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের কুশরাপাড়া গ্রামের একটি সরিষা ক্ষেত থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
স্থানীয়রা জানান, এলাকার লোকজন বিকেলে গ্রামের মাঠে সরিষা ক্ষেতে বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
শাজাহানপুর থানা পুলিশের কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, সম্ভবত অন্য কোথাও এই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। পরে তার মরদেহ বস্তাবন্দি করে সরিষা ক্ষেতের ভেতর ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মরদেহে পচন ধরায় স্থানীয়রা কেউ এই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এমবিএইচ/আরআই