পিরোজপুর: পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ-জাতীয় পার্টি উভয় দল থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার।
শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রিটার্নিং অফিসার খান জুলহাস কবীরের কাছে সাইকেল মার্কা প্রতীকে মনোনয়নপত্র দাখিলের পর এ তথ্য জানান তিনি।
জানা যায়, দুপুরে রিটার্নিং অফিসার খান জুলহাস কবীরের কাছে মনোনয়নপত্র জমা দেন শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহাবুবুর রহমান খান, উপজেলা ছাত্রসমাজের সভাপতি মঞ্জুরুল মাহাফুজ পায়েলসহ নেতাকর্মীরা।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর দেলোয়ার হোসেন সিকদার বাংলানিউজকে জানান, আমি জাতীয় পার্টিতে মনোনয়ন প্রত্যাশী ছিলাম। তবে, কেন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছি তা জানি না।
রিটানিং অফিসার খান জুলহাস কবীর জানান, দেলোয়ার হোসেন সিকদার জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হক বাংলানিউজকে বলেন, কেন্দ্রে পাঠানো তালিকায় দেলোয়ার হোসেনের নাম ছিল না। কিভাবে তার নাম এলো তা তিনি জানেন না।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এমজেড