খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা আ.লীগের কার্যালয় এলাকায় জারি করা ১৪৪ ধারা দুই ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান প্রত্যাহারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
প্রশাসনের হস্তক্ষেপের কারণে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কোনো পক্ষকে কার্যালয়ের ভেতর প্রবেশ করতে দেওয়া হবে না।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, সকাল থেকে দলীয় কার্যালয় নিজের লোকজন নিয়ে অবস্থান নেন দল থেকে সাময়িক বহিষ্কৃত জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম। এ খবর পেয়ে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরার নেতাকর্মীরাও কার্যালয়ে আসার চেষ্টা করলে পৌরসভা গেট এলাকায় পুলিশ বাধা দেয়। এসময় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান ও পুলিশ সুপার মো. মজিদ আলী দলীয় কার্যালয়ে গিয়ে জাহেদুল আলম ও তার লোকজনকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
খাগড়াছড়ির সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বাংলানিউজকে জানান, আপাতত দলীয় কার্যালয়ের ভেতর কাউকে ঢুকতে দেওয়া হবে না। এ বিষয়ে দুটি পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে। আ.লীগ কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান বাংলানিউজকে জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। তবে, এখন তা প্রত্যাহার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
পিসি
** খাগড়াছড়ি আ.লীগ কার্যালয় এলাকায় ১৪৪ ধারা