খাগড়াছড়ি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খাগড়াছড়ি শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের সময় পরিবর্তন করেছে জেলা প্রশাসন।
রাত ১২টা ০১ মিনিটের পরিবর্তে রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ৬টায় পুষ্পমাল্য অর্পণ করা হবে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তথ্য অফিসের পক্ষ থেকে শহরে মাইকিং করে বিষয়টি জানানো হয়।
এ বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান বাংলানিউজকে বলেন, অনিবার্য কারণে সময় পরিবর্তন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এমজেড