ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শিমুলিয়া ও কাওড়াকান্দি ঘাটে দীর্ঘ যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
শিমুলিয়া ও কাওড়াকান্দি ঘাটে দীর্ঘ যানজট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটিসহ টানা তিন দিনের ছুটিকে কেন্দ্র করে অতিরিক্ত যানবাহনের চাপে শিমুলিয়া ও কাওড়াকান্দি ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েকশ যানবাহন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সৃষ্ট এ যানজটে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।



প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পারের অপেক্ষায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট প্রান্তে ছোট-বড় মিলিয়ে অন্তত দুই শতাধিক ছোট যানবাহন ও ট্রাক আটকা পড়েছে। এছাড়া কাওড়াকান্দি প্রান্তেও শতাধিক গাড়ির জট দেখা দিয়েছে।

বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াসউদ্দিন পাটোয়ারি বাংলানিউজকে জানান, তিন দিনের ছুটিতে যাত্রীদের চাপ, নৌ চ্যানেলের কাঠালবাড়ি ও হাজরা পয়েন্টে নাব্যতা সঙ্কট থাকায় ফেরি চলছে ধীরগতিতে। ফলে পারাপারে সময় বেশি যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।