দিনাজপুর: দিনাজপুর কাহারোলে শ্যালো ইঞ্জিন চালিত নসিমন উল্টে সোবাহান আলী (৫৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত সোবাহান বিরল উপজেলার দাশইর গ্রামের মোশর আলীর ছেলে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর কাহারোল ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আলী বাংলানিউজকে জানান, বিরল থেকে শ্যালো ইঞ্জিন চালিত নসিমনে কাহারোল হাটে গরু নিয়ে যাচ্ছিলেন সোবাহান। এ সময় রামচন্দ্রপুর কাহারোল ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে নসিমনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
পিসি