ঢাকা: যেনো পাহাড়সম স্তুপ জমা পড়েছিলো সেখানে। উত্তেজক মাদক ইয়াবা ওগুলো।
র্যাবের অতিরিক্ত মহপরিচালক কর্নেল জিয়াউল আহসান তার ফেসবুক পেজে এর একটি ছবি পোস্ট করেছেন। তাতে তিনি তুলে ধরেছেন বিপুল এই মাদকের অর্থমূল্য ১৮৫ কোটি টাকা।
সীমান্ত থেকে ইয়াবা কারখানা সরিয়ে নিন, মায়ানমারকে স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ সময় ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এমএমকে