মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়ায় আব্দুল লতিফ (৩৮) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার(২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রাধানগর এলাকার একটি ভূট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লতিফ রাধানগর এলাকার নজুমুদ্দিনের ছেলে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাবিবুল্লাহ সরকার বাংলানিউজকে জানান, শুক্রবার( ১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার পর থেকে নিখোঁজ হন লতিফ। এরপর শনিবার(২০ ফেব্রুয়ারি) বিকেলে বাড়ির পাশের ইউসুফ আলীর ভূট্টা ক্ষেতে লতিফের মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। লতিফের মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
পিসি