ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটের বিছানাকান্দিতে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
সিলেটের বিছানাকান্দিতে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ছবি: প্রতীকী

সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দিতে পাথর কোয়ারির দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোয়ারি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।



স্থানীয় সূত্র জানায়, বিছানাকান্দি গ্রামের সবর আলীর পাথর কোয়ারির দখল নিতে আক্রমণ করেন কুলুমছড়া গ্রামের আহাদ মিয়া। এসময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে আহাদ ও তার পক্ষের সামসুল হক, সালাম, নাজিম এবং অন্যপক্ষের আরও ছয়জন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে ওই ছয়জনের পরিচয় পাওয়া যায়নি। হতাহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, সংঘর্ষের ঘটনাটি লোক মারফতে জানতে পেরেছি। এ ব্যাপারে অভিযোগ এলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এনইউ/ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।