কুমিল্লা: একুশের প্রথম প্রহরে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে বিভিন্ন স্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।
শনিবার দিনগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।
প্রথমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কুমিল্লা সদর সাংসদ হাজি আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসাইন, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে কুমিল্লা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।
এরপর কুমিল্লা স্টেশন ক্লাব মহিলা শাখা, কুমিল্লা জেলা মহিলা ক্রীড়া সংস্থা, কুমিল্লা আর্দশ সদর আ’লীগ, মহানগর সমবায় লীগ, কুমিল্লা আর্দশ সদর উপজেলা পরিষদ, রোটারি ক্লাব অব কুমিল্লা, কুমিল্লা প্রেসক্লাব, মহানগর ছাত্রলীগ, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ, কুমিল্লা জেলা বিএনপি, দক্ষিণ জেলা মহিলা দল, জেলা ও মহানগর যুবদল, মহানগর যুবলীগ, কুমিল্লা সংস্কৃতি সংসদ, কুমিল্লা জেলা ন্যাপ ও কুমিল্লা প্রেসক্লাব শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
বাংলাদেশ সময়: ০৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
আরএইচএস/এএ