ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে একুশের প্রথম প্রহরে ছিলো মানুষের ঢল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
রাজশাহীতে একুশের প্রথম প্রহরে ছিলো মানুষের ঢল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীতে একুশের প্রথম প্রহরে ঢল নেমেছিলো মানুষের। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যদিয়ে নগরীর বিভিন্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।


 
রাজশাহী কোর্ট শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ, জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন ও রাজশাহী পুলিশ সুপার নিশারুল আরিফ।

এদিকে, মহানগরীর ভুবন মোহন পার্ক শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। রাজশাহী সিটি করপরোশেনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযিম। এসময় সিটি করপোরেশনের কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। জাসদের পক্ষ থেকে মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলীর নেতৃত্বে নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

অপরদিকে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু। এসময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
 
আরও পুষ্পস্তবক অর্পণ করেন ভাষা সৈনিক সাঈদ উদ্দিন আহম্মেদের পরিবার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে অঙ্গ সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
 
এছাড়া একুশের প্রথম প্রহরে জেলা যুবলীগ, জেলা জাতীয় পার্টি, জাতীয় শ্রমিক ফেডারেশন, বাসদ, ন্যাপ, জাতীয় ছাত্র সমাজ, মুক্তিযোদ্ধা ক্লাব, মহানগর জাতীয় সংহতি, এডিডি, রাসিক কর্মচারী ইউনিয়ন, কর্মজীবী নারী জেলা কমিটি, বরেন্দ্র প্রতিবিন্ধী নাট্যদল, রাজশাহী প্রেসক্লাব, মেট্রোপলিটন প্রেসক্লাব, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা ভুবন মোহন পার্ক শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
 
রাজশাহী কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ হবিবুর রহমান, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতারা, মুক্তিযোদ্ধা কমান্ড জেলা ইউনিটসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এই উপলক্ষে শহীদ মিনারগুলোয় রাজশাহী মেট্টোপলিটন পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এসএস/আরএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।