ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জনতার ঢল নামছে দুই বাংলার একুশে উৎসবে

আজিজুল হক, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
জনতার ঢল নামছে দুই বাংলার একুশে উৎসবে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): নজরকাড়া আয়াজনের মধ্য দিয়ে সীমান্তে কাঁটাতারের বেড়া মুছে বেনাপোল-পেট্রাপোল সীমান্তের চেকপোস্ট সংলগ্ন নোম্যান্সল্যান্ডে শুরু হয়েছে দুই বাংলার যৌথ মহান একুশে উদযাপন।

অনুষ্ঠানের অনলাইন মিডিয়া পার্টনার দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

ইভেন্ট অর্গানাইজার কাঠ পেন্সিল।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে অনুষ্ঠানে বেনাপোলসহ যশোরের বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে ভাষাপ্রেমী বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা,কর্মী ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা জড়ো হতে শুরু করেছেন।

ভাষার টানে শ্রদ্ধা জানাতে ওপার সীমান্তেও একই ভাবে জড়ো হচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে আসা ভাষাপ্রেমী বিভিন্ন সংগঠনের নারী-পুরুষ ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা।

কারো হাতে পতাকা, কারো হাতে ফেস্টুন। কপালে প্লেকার্ড, বুকে কালো ব্যাচ।

আজ যেন একুশের ব্যথা শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাই চোখে মুখে সবার আনন্দ অশ্রু। সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি-পুলিশ ফুল দিচ্ছে বিএসএফের হাতে। মাইকে বাজছে, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ সহ একুশের অন্যান গান,কবিতা ও আবৃত্তি।

সব মিলিয়ে যেন মিলন মেলায় পরিণত হয়েছে নোম্যানসল্যান্ড।

মূল অনুষ্ঠান শুরু হবে সকাল ১০ টায়। এ সময় বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে দু’বাংলার আমন্ত্রিত ভাষাপ্রেমী অতিথিরা  ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পরে ভারতীয় আমন্ত্রিত অতিথিরা আসবেন এপারের মঞ্চে। বাংলাদেশিরাও যাবেন ওপারে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ২১ ফ্রেব্রুয়ারি, ২০১৬
আরআই

** মাতৃভাষার টানে দুই বাংলার মিলনমেলা বেনাপোলে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।