ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

একুশ উৎসবে শহীদ মিনারে দুই বাংলার শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
একুশ উৎসবে শহীদ মিনারে দুই বাংলার শ্রদ্ধা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল স্থলবন্দরের নো-ম্যানস ল্যান্ডের বেনাপোল অংশে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দুই বাংলার আমন্ত্রিত অতিথিরা।

২১ ফেব্রুয়ারি (রোববার) সকাল সাড়ে ১০টায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।



দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম দুই বাংলার যৌথ একুশে উদযাপন অনুষ্ঠানের অনলাইন মিডিয়া পার্টনার। এর ইভেন্ট অর্গানাইজার কাঠ পেন্সিল।

এর আগে সকালে দুই বাংলার একুশ উৎসব উপলক্ষে ভারত থেকে আসা অতিথিদের বরণ করে নেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।  
ভারতীয় অতিথিরা একে একে মঞ্চে উঠে গৌরবময় ভাষা আন্দোলন নিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ এমপি। এছাড়া অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীত শিল্লী ফকির আলমগীর ও নাট্য ব্যক্তিত্ব পিযুষ বন্দোপাধ্যায়।

দুই দেশের অতিথিরা এসময় ছালাম, বরকত, রফিক, জব্বারসহ ভাষা সৈনিকদের ত্যাগের কথা তুলে ধরেন।

দুই বাংলার একুশ উৎসব উপলক্ষে দুপুর ১২টায় ভারতীয় অতিথিরা বাংলাদেশি অতিথিদের সঙ্গে নিয়ে নিজেদের দেশে যান।

এদিকে, দুই বাংলার ভাষাপ্রেমী কবি, সাহিত্যিক ও সাধারণ মানুষের উপস্থিতিতে নো-ম্যানস ল্যান্ড এলাকা জনস্রোতে পরিণত হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এসআই

জনতার ঢল নামছে দুই বাংলার একুশে উৎসবে
মাতৃভাষার টানে দুই বাংলার মিলনমেলা বেনাপোলে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।