সিলেট: হৃদয় নিংড়ানো ভালোবাসায় একুশের ভোরে শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছে সব শ্রেণী-পেশার মানুষের।
রোববার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে বাংলা বর্ণমালার সৈনিকদের অবদান ও সংগ্রামের দিনগুলিকে স্মরণ করতে লাখো মানুষের ঢল নামে নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে।
শহীদ মিনার বাস্তবায়ন কমিটির পুষ্পস্তবক অর্পণ মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিটের নেতারা।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সিসিকের কাউন্সিলর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভাগীয় কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, সিলেট জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, সদর উপজেলা চেয়ারম্যান, সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান, আরআরএফ কমান্ড্যান্ট, আর্মড ব্যাটালিয়ন পুলিশ, আনসার ভিডিপি, বন কর্মকর্তা, সিলেট চেম্বার প্রশাসক, সিলেট প্রেসক্লাবসহ অন্যান্য সংগঠনের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।
আরও পুষ্পার্ঘ্য অর্পণ করে- মহানগর আওয়ামী লীগ, মহানগর বিএনপি, জাসদ, বাসদ, গণতন্ত্রী পার্টি, জনতা পার্টি, মহিলা আওয়ামী লীগ, মহানগর ছাত্রলীগ, ছাত্রফ্রন্ট, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এএএন/আরআই