ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রোয়াংছড়িতে ব্রিজ ভেঙে ট্রাক খালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
রোয়াংছড়িতে ব্রিজ ভেঙে ট্রাক খালে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বেইলি ব্রিজ ভেঙে বালু বোঝাই ট্রাক খালে পড়ে গেছে। এসময় তিন শ্রমিক আহত হয়েছেন।

তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রোয়াংছড়ি সড়কের খানসামা পাড়ায়  এ দুর্ঘটনা ঘটে। এতে বান্দরবান সদরের সঙ্গে ওই এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

দুর্ঘটনার পর ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। লোকজন হেঁটে যাতায়াত করছে। খানসামা পাড়া, ক্রাইক্ষ্যং পাড়াসহ পার্শ্ববর্তী এলাকার লোকজন চরম দুর্ভোগে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খানসামা পাড়ায় বালু বোঝাই একটি ট্রাক বেইলি ব্রিজের ওপর উঠলে ব্রিজটি ভেঙে পড়ে। এসময় ট্রাকটি খালে পড়ে যায়। এতে ট্রাকে থাকা তিন শ্রমিক আহত হন। খবর পেয়ে সেনাবাহিনী, দমকল বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছে। দুপুরে বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি ভেঙে পড়া ব্রিজটি দ্রুত সংস্কারের জন্য সড়ক ও জনপথ বিভাগকে তাগিদ দেন তারা।

বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী মো. ইউসুফ বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পর সড়ক বিভাগের প্রকৌশলীরা ব্রিজটি মেরামতের জন্য প্রয়োজনীয় কাজ শুরু করেছেন।

শিগগিরই ব্রিজটি মেরামত করে যান চলাচলের উপযোগী করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।