ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
সিলেটে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: ‘একুশ মানে নয়ত শুধু শহীদ বেদিতে দাঁড়ানো,একুশ মানে চেতনা নিয়ে মায়ের শত্রু তাড়ানো’ এই স্লোগানে প্রভাত ফেরির মধ্য দিয়ে সিলেটে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

রোববার (২১ ফেব্রুয়ারি) সূর্যোদয়ের আগেই একুশের গানের সুরে প্রভাত ফেরি শুরু করে সম্মিলিত নাট্য পরিষদ।



এ সময় খালি পায়ে উদীচী, নগরনাট, উর্ব্বশীসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় সারিবদ্ধভাবে একে একে সিলেটের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের সাধারণ জনতা শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। ফলে অল্পক্ষণেই ফুলে ফুলে ঢেকে যায় পুরো শহীদ মিনার।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি, ২০১৬
এএএন/এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।