সিলেট: ‘ধর দড়ি মার টান, কেউ জিতে, কেউ হারায় জ্ঞান। ’ ভাষার মাসে সিলেটের বিশ্বনাথে হয়ে গেল গ্রামাঞ্চলের ঐতিহ্যবাহী খেলা ‘দড়ি টান’।
প্রতিবারের মতো এবারও শনিবার (২০ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিশ্বনাথ উপজেলার খাজাঞ্জি ইউনিয়নের মুফতির বাজার সংলগ্ন মাঠে এ দড়ি খেলার আয়োজন করা হয়।
স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ দড়ি টানে অংশ নেয় বিভিন্ন অঞ্চল থেকে আসা ৩২টি দল।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় উপজেলার তবলপুরের কবির জুটি। আর রানার্স আপ হয় একই উপজেলার পাহাড় পুর জুটি।
খেলা দেখতে বিভিন্ন উপজেলা থেকে ছুটে আসেন লোকজন। প্রতিটি টানে খেলোয়াড়দের উত্তেজনার রেশ পড়ে দর্শকদের ওপর। মাঠের বাইরে থেকে অংশগ্রহণকারীদের প্রেরণা যোগাতে দেখা যায় তাদের।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ও গ্রামের দুদু মিয়া বলেন, গ্রাম-গঞ্জের ঐতিহ্যবাহী এ খেলা হারিয়ে যেতে বসেছিলো। গত চার বছর ধরে আমরা আনুষ্ঠানিকভাবে ভাষার মাসে এই খেলার আয়োজন করে থাকি।
এরই ধারাবাহিকতায় এবারও খেলার আয়োজন করা হয়েছে। এই খেলা গ্রামের যুব সমাজের শক্তির পরিচয় বহন করে থাকে বলেন তিনি।
মুক্তিযোদ্ধা ছৈফ উল্লাহর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন যুক্তরাজ্য প্রবাসী মাহবুব মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শংকর চন্দ্র ধর, মকদ্দছ আলী, আলকাছ আলী ও দুলু মিয়া।
খেলা শেষে চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন। আর রানার্সআপ দল পায় ১৫ ইঞ্চি রঙিন টেলিভিশন।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এনইউ/এইচএ