মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশনকে গ্রেড-১ থেকে গ্রেড-২ তে অবনমিত করায় রেলওয়ে স্টেশন মাস্টার মির্জা সামছুল আলমকে তার কার্যালয়ে অবরুদ্ধ করেছে শ্রমিকলীগের নেতাকর্মীরা।
রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ১২টা থেকে ২টা পর্যন্ত তাকে অবরুদ্ধ করে রাখা হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ এ গ্রেডের কুলাউড়া রেলওয়ে জংশনকে বি গ্রেডে অবনমিত করে বি গ্রেডের গৌরিপুর স্টেশনকে এ গ্রেডে উন্নীত করেছে। একই সঙ্গে কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মির্জা সামছুল আলমকে গৌরিপুর স্টেশনে পদায়ন করা হয়েছে। এর প্রতিবাদে রেলওয়ে শ্রমিকলীগের নেতাকর্মীরা স্টেশন মাস্টারকে অবরুদ্ধ করে রাখে।
পরে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। তিনদিনের মধ্যে কুলাউড়া রেলওয়ে জংশনকে এ গ্রেডে ফিরিয়ে না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সমাবেশে ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কুলাউড়া রেলওয়ে শ্রমিকলীগের উপদেষ্টা হুমায়ুন কবির পাটোয়ারী, সভাপতি নজমুল হক ও সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।
রেলওয়ে স্টেশন পরিদর্শক আতাউর রহমান বাংলানিউজকে জানান, বিষয়টি সমাধানের আশ্বাস দিলে ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনকারীরা।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এমজেড