ঢাকা: স্বামীর নির্যাতনের শিকার তাসলিমা (১৮) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্প্রতি রাজধানীর পূর্ব জুরাইন কদমতলী এলাকার বাদল মিয়ার সঙ্গে তাসলিমার বিয়ে হয়। তারা কদমতলী নোয়াখালী পট্টি খালপাড় এলাকায় বসবাস করতেন।
তাসলিমার প্রতিবেশী আবু তাহের জানান, পারিবারিক বিবাদের এক পর্যায়ে বাদল তার স্ত্রীর মাথায় ভারী কোনো জিনিস দিয়ে আঘাত করে পালিয়ে যায়। সকালে তাসলিমাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ প্রসঙ্গে মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক জানান, নিহত গৃহবধূর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। খবর পেয়ে ওই নারীর মা মরিয়ম এসে পরিচয় সনাক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এজেডএস/এটি