ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পুরোহিত হত্যা

প্রতিবাদে দেবীগঞ্জে সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
প্রতিবাদে দেবীগঞ্জে সড়ক অবরোধ

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় যজ্ঞেশ্বর দাসাধীকারী (৫০) নামে এক পুরোহিতকে গলা কেটে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে দেবীগঞ্জের করতোয়া  ব্রিজ সংলগ্ন পঞ্চগড়-দেবীগঞ্জ মহাসড়কে এ অবরোধ চলে প্রায় আধা ঘণ্টা।

 

এ সময় দেবীগঞ্জ-পঞ্চগড় মহাসড়কের দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে। পরে পুলিশের কাছ থেকে আসামিদের গ্রেফতারের প্রতিশ্রুতি পেয়ে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষুব্ধরা।

এর আগে সকাল ৭টায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ওই পুরোহিতকে গলা কেটে হত্যা করেন। এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণে আহত হন আরও দুই জন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।