চাঁদপুর: চাঁদপুর সরকারি কলেজের একুশের আলোচনা সভায় হামলা চালিয়ে শিক্ষককে লাঞ্ছিত ও দুই কর্মচারীকে মারধর করেছে একদল যুবক।
কলেজের পেছনের এক জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় আরেফিন ও ভুট্টোর নেতৃত্বে একদল যুবক এ হামলা চালিয়েছে বলে জানা গেছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
কলেজের শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক আলমগীর হোসেন বাহার বাংলানিউজকে জানান, চাঁদপুর সরকারি কলেজের ছাত্রী নিবাসের পেছনের একটি জমি মাসুদুর রহমান নামে এক ব্যক্তি তার বলে দাবি করে আসছেন।
কলেজের আয়োজনে একুশের আলোচনা সভায় হঠাৎ আরেফিন ও ভুট্টোর নেতৃত্বে একদল যুবক হামলা চালায়। তারা মাসুদুর রহমানের লোক উল্লেখ করে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান ও চতুর্থ শ্রেণির কর্মচারী উদয় ত্রিপুরা ও বিশম্বর ত্রিপুরাকে লাঞ্ছিত ও মারধর করে। তাৎক্ষণিক অধ্যক্ষ আলোচনা সভা বন্ধ করে দেন।
চাঁদপুর গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহসানুজ্জামান লাভু বাংলানিউজকে জানান, পুলিশ সুপারের নির্দেশে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি। কলেজের যে সম্পত্তি নিয়ে সমস্যা, তাতে কোনো পক্ষই যেন না যায়, সে বিষয়ে মৌখিকভাবে বলা হয়েছে।
কলেজের অধ্যক্ষ ড. এ এস এম দেলওয়ার হোসেন বাংলানিউজকে বলেন, উচ্ছৃঙ্খল যুবকদের এমন আচরণ দেখে তাৎক্ষণিক আলোচনা সভা বন্ধ রাখি। বিষয়টি পুলিশ সুপার শামসুন্নাহারকে জানানো হয়েছে।
এ নিয়ে আমাদের শিক্ষক পরিষদের জরুরি সভা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কলেজ অধ্যক্ষ।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এমজেড