পাবনা: পাবনার ফরিদপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (৩৫) ও হযরত আলী (৩০) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার পুঙ্গলী ইউনিয়নের কেনাই গ্রামের একটি মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ও হযরত আলী পুঙ্গলী ইউনিয়নের কেনাই গ্রামের আব্দুস সাত্তার সরদারের ছেলে।
স্থানীয় মেহেদী হাসান তপন নামে এক ব্যক্তি জানান, কেনাই গ্রামের মাঠে ধানের জমিতে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি দিচ্ছিলেন দুই ভাই সাইফুল ও হযরত। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে যান তারা। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ও হযরতের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এমজেড