পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় ৫০ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২১ ফেব্রুয়ারি) ভোরে একজনকে ও সকালে দুইজনকে আটক করা হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাছেরখাল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে ভোর সাড়ে ৪টার দিকে লাকুরতলা গ্রামের নুরুল হক ফরাজীর ছেলে হাসানকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
তিনি আরও জানান, সকাল পৌনে ৮টার দিকে পৃথক অভিযান চালিয়ে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের টেংরা গ্রামের মোহাম্মদ মোক্তার বাড়ির বাগান থেকে লেহাজ উদ্দিনের ছেলে আব্দুল জব্বার ও আবু মুন্সির ছেলে শাহিনকে ১০ গ্রাম গাঁজা ও গাজা সেবনের সরঞ্জামাদিসহ আটক করা হয়।
আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এমজেড