ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

হিলি সীমান্তে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
হিলি সীমান্তে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হিলি (দিনাজপুর): হিলি সীমান্তে দুই দেশের নিজ নিজ সীমানায় পৃথকভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

রোববার (২১ ফেব্রুয়ারি)  সকাল সাড়ে ১১টায় সীমান্তের শূন্যরেখায় হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ভারতের উজ্জীবন সোসাইটির নেতৃবৃন্দের মাধ্যমে সীমান্তের ভারত অংশে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।



পরে ভারতের উজ্জীবন সোসাইটির নেতৃবৃন্দ হাকিমপুর মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দের মাধ্যমে সীমান্তের বাংলাদেশ অংশে নির্মিত অস্থায়ী শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সেখানে বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী ও বিএসএফ ১৯৯ পতিরাম ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক আলকেছ সিং উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ হাকিমপুর উপজেলা কমান্ডের কমান্ডার লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- আমরা মুক্তিযোদ্ধার সন্তান হাকিমপুর কমান্ড এর সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বহী কর্মকর্তা আজাহারুল ইসলাম।

সেখানে আরও উপস্থিত ছিলেন- হাকিমপুর উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মণ্ডল, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর থানার ওসি মোকলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার মণ্ডল, যুগ্ম সম্পাদক শাহিনুর রেজা শাহীন, পৌর আওয়ামী লীগের সম্পাদক হারুন উর রশীদ হারুন প্রমুখ।


বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।