ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

যশোর প্রেসক্লাবের সামনে ফুলের স্তূপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
যশোর প্রেসক্লাবের সামনে ফুলের স্তূপ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে দুই পক্ষের বোমাবাজির কারণে শ্রদ্ধাঞ্জলি দিতে পারেনি হাজারো ভাষাপ্রেমী। যশোরের সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ছাড়া আর সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানাতে পারেনি।



বোমা বিস্ফোরণ ও গুলির শব্দে ফুল মাঠে ফেলে রেখেই পালিয়েছেন অনেকে। যশোরের সাংবাদিকদের চারটি সংগঠন, স্থানীয় ছয়টি পত্রিকার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানাতে না পেরে ফুল নিয়ে ফিরে এসে প্রেসক্লাবে জড়ো করে রেখেছেন তারা।

রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাব যশোরে ঢুকতে দেখা গেল, একটি নামফলকের উপর পুষ্পার্ঘ অর্পণের কয়েকটি ফুলের ডালি এলোমেলোভাবে রাখা রয়েছে। প্রত্যেকটি ডালির উপরে লেখা হয়েছে, ৫২’র ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা। এসব ডালির মধ্যে রয়েছে, প্রেসক্লাব যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, দৈনিক সমাজের কথা, দৈনিক স্পন্দনসহ আরও কয়েকটি ফুলের ডালি।

প্রেসক্লাব যশোরের একাধিক সদস্য বাংলানিউজকে বলেন, একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানাতে না পেরে তারা ফিরে এসেছেন। এ ধরনের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক বলেও মন্তব্য তাদের।  

যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দৌলা বাংলানিউজকে বলেন, তিনি ঘটনার সময় উপস্থিত ছিলেন। যশোরের সাংবাদিকদের নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করতে যান। কিন্তু বোমা বিস্ফোরণ ও গুলি হওয়ার পর সাংবাদিকদের কোনো সংগঠন ও পত্রিকা শ্রদ্ধা জানাতে পারেনি। এ নিন্দনীয় ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।